Your AD Here
হ্যা আমি জানি যারা নতুন ইন্টারনেটে কাজ খুজতে আসেন তারা কখনো কারো হেল্প সহজে পায় না ফলে তাদের ধরা খেতে হয় স্কামারদের হাতে, তারা জডীয়ে পডে পিটিসির মত নিম্নমানের কাজের সাথে । পিটিসিরে নিম্ন মানের কাজ বলছি তো ক্ষেপলেন ক্যান....আরে থামেন ভাই আমারে মাইরেন না আগে এইটা বলেন আপনারে পিটিসি প্রতি ক্লিকে কত দেয় $1 দেয় নাকি $0.01 দেয়...একি চুপ করে গেলে হবে নাকি । একবার কি ভেবে দেখেছেন আপনার মূল্য কত ? হ্যা আপনের মূল্য অনেক । তবে আপনি নিজেই তো আপনার মূল্য কমালেন । যেমন সারাদিন ধরে যদি 10-20 সাইটে ক্লিকবাজি করে আায় করলেন $0.01-0.02 তাহলে এই হল আপনার আয়..? ভেবে দেখেন তো এই টাকা দিয়ে এককাপ চা খাওয়া যাবে কি না ? তার চাইতে মনে হয় মাটি কাটার কাজ করলে 500 টাকা এমনেই পাবেন। যাক আইজ বহুত প্যাচাল মারলাম আসল কথায় ফিরে যায় । আপনি যদি সত্যিই আয় করতে চান তবে জেনে রাখবেন Time is Money আর honesty is the best policy । আপনি যেখানেই কাজ করূন না কেন সততা নেই তো আপনার কোন মূল্য নেই. হ্যা আজ দেখতাছি বেশিই প্যাচাল মারতাছি শুধু আসল কথা থেইক্কা ঘুইরা যাইতাছি....আজ যে সাইটি নিয়ে কথা বলব তাও একটি ফ্রিলান্স সাইট তবে নতুন এবং ছোট কাজের জন্য আদর্শ। এখানে আপনি বেসিক কিছু কাজ পাবেন যেমন সাইন আপ করা, ইমেইল সাবমিট করা, কোন ফোরাম খুজে সেখানে পোস্ট করা ইত্যাদি। না ভয় পাবেন না যতটা কঠিন ভাবছেন ঠিক ততটা নয়..আর অতিরিক্ত সহজও নয়... তবে হ্যা আপনি পারবেন। প্রথমে Microworkers.com এ গিয়ে রেজিষ্টেশন করূন আর হ্যা অবশ্যাই আপনার ঠিকানা এবং পোস্টাল কোড সঠিকভাবে দিবেন নাহলে টাকা তুলতে পারবেন না। আর যদি আপনি পোস্টাল কোড না জানেন তবে গুগল থেকে জেনে নিতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন কাজ ঠিকঠাক করে না করে জমা দিতে যাবেন না তাহলে যদি আপনার রেটিং কমে যায় পরে একমাস কাজ পাবেন না। তো শুরু করূন আয়. $10 হলেই টাকা তুলতে পারবেন । আপনি Moneybookers এ একটা একাউন্ট খুলেন সেখানে আপনার ব্যাংক একাউন্ট এড করেন । তারপর মাইক্রোওয়ার্কারে গিয়ে withdrew তে ক্লিক করেন । প্রথমবার টাকা তুলার সময় এরা আপনাকে একটা চিটিতে করে পিনকোড পাঠাবে আপনার ঠিকানায় সময় লাগতে পারে 45 দিন পর্যন্ত ।পিনকোড টা দিয়ে আপনার একাউন্ট একটিব করলে তারপর আপনার মানিবুকার্সে টাকা জমা হবে। এবং মানিবুকার্স থেকে আপনার ব্যাংক একাউন্টে উইথড্র করতে পারবেন।