Your AD Here
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এলাকার এক ছোট ভাই আমার কাছে এসে হাজির, বলে কিনা ওর
মেমোরি থেকে ফোল্ডার সহ কিছু ছবি আর ভিডিও ডিলেট হয়ে গিয়েছে এবং তার জন্য ফ্যামিলিতে
নাকি ওরে বেশ বকা দিছে সবচাইতে ইম্পর্টেন্ট কথা ওর চেহেরার অবস্থা বেশ করুন দেখলাম ।
জিনিসটা নিয়ে কখনো ভাবা হয়নি আগে পিসি থেকে ডাটা রিকভার করলেও মেমোরি বা পেনড্রাইভ
থেকে করা হয়নি , তখন মনে পডল আমি আগে যে সফটওয়্যারটা ইউজ করতাম তার কথা । ভাবলাম
ওদের সফটওয়্যার টির নিশ্চয় আপডেট ভার্সন আসছে, একটু গুগলে সার্চ দিতেই পেয়ে গেলাম তো তাদের সাইটে
গিয়ে দেখলাম বেশ কয়েকটা নতুন ফিচার নিয়ে আসছে ব্যাটারা । যাক ডাউনলোড দিয়ে দেখলাম আগের চাইতে
বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে আর অনেক বেশি ফাস্ট এবং অবশেষে আমি ছোট ভাইটার এসডি কার্ড থেকে
সব মিলিয়ে 3.2 গিগা ডাটা উদ্ধার করতে সক্ষম হয় ।
যাক এতক্ষণ সব ফাউল প্যাচাল মারতে গিয়ে সফটওয়্যার টার নামও বলা হয়নি, EaseUS Data Recovery Wizard 8.6
এটি অবশ্য ফ্রিওয়্যার , তবে এর প্রোফেশনাল ভার্সনও আছে তা অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে আর যদি
ফ্রি ইউজ করতে চান তবে গুগলে সার্চ দেন পেয়েও যেতে পারেন তবে আমার মনে হয়না আপনার প্রোফেশনাল ভার্সন
প্রয়োজন হবে কারণ এর ফ্রি ভার্সনে মোটামুটি কাজ সেরে ফেলা যায় । আর যদি তাও না পারেন তবে নিয়ে নিতে পারেন\
Full Version এখান থেকে |
যাক আর কথা বাডাব না প্রথমে এখান থেকে
সফটওয়্যারটি ডাউনলোড করে নিন , এটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে
দেখতে পারেন । যদিও এটি দ্বারা ডাটা রিকভার করা একদম সহজ তাও যদি চান তবে নিচের ছবি গুলো ফলো করেন হয়ে যাবে
আশা করি আপনি সফলভাবে আপনার ফাইল সমূহ রিকভার করতে পেরেছেন, তবুও যদি কোন প্রকার সমস্যা হয় তবে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে । ধন্যবাদ
Tags: EaseUS® Data Recovery Wizard, EaseUS® Data Recovery Wizard full, data recovey software, how to recover your lost data from sd card, মেমোরি রিকভারি, রিকভারি, ফিরে পান আপনার ডিলেট হয় ডাটা সমূহ,