Your AD Here
আজকে আমি দেখাব কি করে যে কোন ব্রান্ড এর এন্ড্রয়েড সেট এ রুট এক্সেস নিবেন , হয়তো আপনারা ইতিমধ্যে অনেক চেষ্টা করেও প্রিয় এন্ডয়েড ডিভাইসটির রুট এক্সেস নিতে পারেননি ফলে রয়ে গেছে বিভিন্ন টিউনার এবং ব্লগ এর প্রতি রাগ কিংবা অভিমান, কিন্তু আজকে আমি আপনাকে হতাশ করব না কেননা আমি নিজেই এই ভোগান্তির শিকার হয়েছি বেশ কয়েকবার । তো চলুন আসল টিউনে ফিরে যাওয়া যাক --------> ;)
সর্বপ্রথমে এইখান থেকে KingRoot নামক App টি ডাউনলোড করুন , অতঃপর Install করুন , যদি Install এর সময় হার্মফুল টাইপের কোন Message দেখায় তবে ভয় পাবেন না Install Anyway তে ক্লিক করুন । যেহেতু রুট এক্সেস নেয়া অবৈধ তাই এমনটা হয় কিন্তু আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে আপনার কোন সমস্যা হবে না ।
Install করার পর App টি ওপেন করুন , একটু সময় নিতে পারে আপনার ডিভাইসের মডেল টা বের করতে এক্ষেত্রে যদি আপনার ডিভাইস পপুলার কোম্পানিগুলোর হয় তবে আপনি তা স্ক্রিনে দেখবেন কিন্তু আপনার ডিভাইসটা যদি চায়না হয়ে থাকে তবে মডেল শো নাও করতে পারে কিন্তু রুট করতে কোন অসুবিধা হওয়ার কথা না ।এবার আপনি রুট এ ক্লিক করুন এবং ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
রুট এক্সেস পাওয়ার পরের চিত্র |
আপনি কোন Apps কে রুট এক্সেস দিতে চান তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ।
এখান থেকে যেকোন সময় রুট এক্সেস নিয়ন্ত্রন করতে পারবেন
রুট এক্সেস নিয়ন্ত্রন |
আনরুট করা |
এখানে ক্লিক করার পর আপনার সব রানিং অবস্থায় থাকা Apps Terminated হয়ে যাবে ফলে আপনার ডিভাইস থেকে বলতে গেলে আর চার্জ যাবেই না । তবে হ্যা এক্ষেত্রে আপনি যদি সমস্যায় পডবেন মনে করেন তবে চাইলে নির্দিষ্ট কোন কোন App রান করাতে চান তা ঠিক করে দিতে পারেন
এখান থেকে চাইলে Purify Mode কন্ট্রোল করতে পারেন
পিউরিফাই কন্ট্রোল প্যানেল |
তো উপভোগ করুন আপনার স্বাদের ডিভাইসে রুটের সব রকম সুবিধা । ভাল থাকবেন সবাই, ফিরছি কিছুদিন পর :)